বাসস
  ০৬ মে ২০২৫, ১২:০১

নাটোরে ওয়ালটন প্লাজার আগুন নিয়ন্ত্রণে

নাটোরে ওয়ালটন প্লাজার আগুন নিয়ন্ত্রণে। ছবি: বাসস

নাটোর, ৬ মে, ২০২৫ (বাসস) : জেলায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টার চেষ্টায় শহরের ওয়ালটন প্লাজার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। শহরের কানাইখালি এলাকাতে ওয়ালটন প্লাজায় আজ ভোর ছয়টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওয়ালটন প্লাজার ম্যানেজার দেওয়ান শাহ আলম বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সাথে ওয়ালটন প্লাজার কর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে দ্রুত অনেক মালামাল বাহিরে নিয়ে আসায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। 

জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের সিনিয়র উপ সহকারী পরিচালক মো. আখতার হামিদ খান জানান, দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সদর থানার ওসি মাহবুবুর রহমান এবং সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।