শিরোনাম
ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস): শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন।
আজ সোমবার তাকে এ নিয়োগ দিয়ে শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জাহাঙ্গীর হোসেন আগামী ১৩ মে’র মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ১৩ মে বিকেল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।