বাসস
  ০৫ মে ২০২৫, ১৯:২৮

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

পটুয়াখালী, ৫ মে ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়া উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে আরাফাত নামের দেড় বছর বয়সী একশিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আরাফাত জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের সোলেমান ফকিরের সন্তান। 

পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু আরাফাত। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  শিশু আরাফাতকে ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম পুকুরের পানিতে ডুবে শিশু আরাফাতের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।