শিরোনাম
ঠাকুরগাঁও, ৫ মে ২০২৫ (বাসস): জেলায় আজ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড’ (ইডকল) আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইডকল-এর নির্বাহী পরিচালক আলমগীর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
এসময় ইডকল- এর নির্বাহী পরিচালক ভূতাপ, সৌরশক্তি, বায়ুপ্রবাহ, জলপ্রবাহ, সমুদ্রের ঢেউ, সমুদ্রতাপ, জোয়ারভাটা, বায়োগ্যাস জ্বালানির প্রভৃতি উৎস সম্পর্কে তুলে ধরেন।
সভায় বক্তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং নির্গমন কমাতে সঠিক ও টেকসই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।