শিরোনাম
চট্টগ্রাম, ৫ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের হাজীপাড়া জামে মসজিদের পাশে পুকুরে এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানার ওসি ওমর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা শিশুরা হলেন- স্থানীয় সুবেদার বাড়ি এলাকার প্রবাসী আবুল বয়ানের ছেলে মো. আয়ান (৪) ও একই এলাকার প্রবাসী আব্দুল হান্নানের ছেলে আহাম্মদ (৫)।
জানা যায়, শিশু দুটি প্রতিদিনের মতো বাড়ির পিছনে পুকুর পাড়ে খেলছিল। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন খুঁজতে গেলে তাদের পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ৪নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মোহাম্মদ এনাম জানান, শিশু দুটি সবসময় একসঙ্গে খেলাধুলা করতো। খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে নামলে সবার অগোচরে তারা তলিয়ে যায়।
স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।