বাসস
  ০৫ মে ২০২৫, ১৬:৫৯

পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মতবিনিময় সভা। ছবি : বাসস

ঝিনাইদহ, ৫ মে ২০২৫ (বাসস): পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা পাট অধিদপ্তর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। এতে সভাপতিত্ব করেন জেলা পাট কর্মকর্তা কে এম আব্দুল লতিফ।

জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল বলেন, ‘পাট আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। পরিবেশবান্ধব এই পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা জরুরি। পাট চাষ ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন, মুখ্য পাট পরিদর্শক আলাউদ্দিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা লিংকন মণ্ডল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং হাটগোপালপুর বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন।

বক্তারা পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার, চাষিদের সমস্যা ও সম্ভাবনা এবং বাজার সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে মতামত ব্যক্ত করেন।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পাটচাষি ও উদ্যোক্তারা অংশ নেন।