শিরোনাম
নেত্রকোনা, ৫ মে ২০২৫ (বাসস): জেলার খালিয়াজুরী উপজেলায় আজ অভ্যন্তরীণ বোরো (ধান- চাল) সংগ্রহ- ২০২৫ শুরু হয়েছে। এ বছর উপজেলায় সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে মোট ১ হাজার ৪৬৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
আজ সোমবার দুপুর বারোটায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত অভ্যন্তরীণ বোরো (ধান- চাল) সংগ্রহ- ২০২৫ কার্যক্রম উদ্বোধন করেন খালীয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ কমিটির সভাপতি মো. উজ্জল হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, কৃষক দল নেতা পান্ডব সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিন, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. হাবিবুল্লা ও সদস্য সচিব সোহান বিন নবাব প্রমুখ-সহ এলাকার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
খালিয়াজুড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফুর রহমান জানান, সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৪৪০ টাকা দরে প্রতি মন ধান ক্রয় করা হচ্ছে। এ বছর খালিয়াজুরী উপজেলায় ৪৯০ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪৬৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
তিনি জানান, অনলাইনে কৃষকদের থেকে আবেদন সংগ্রহ করে তা জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে ধান ক্রয় করা হবে। আজ মোহাম্মদ মিরাশ আলী ও আরাধন মিয়া নামের দুইজনের নিকট থেকে ধান ক্রয় করা হয়েছে।