শিরোনাম
ঠাকুরগাঁও, ৫ মে, ২০২৫ (বাসস) : বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলাসহ পৃথক দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজাহারুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
আজ (সোমবার) তাকে দিনাজপুর কারাগার থেকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে আদালতের জিআরও এএসআই আব্দুল কুদ্দুস বাসস-কে জানান, বালিয়াডাঙ্গী থানায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি সুজনকে চতুর্থ ও তার বাবা সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে প্রধান আসামি করে মোট ৬৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এর পাশাপাশি, সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের বাসিন্দা এডভোকেট মওদুদ আহমেদ সুজনকে প্রধান আসামি করে মোট ৩২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
আজ দুপুরে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সুজনকে আদালতে আনা হলে শুনানিতে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা অংশ নেন। যুক্তিতর্ক শেষে বিচারক দুই মামলাতেই জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সুজনের আইনজীবী এডভোকেট ফজলে রাব্বী বলেন, ‘মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা গ্রহণ করেননি।’