শিরোনাম
রংপুর, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেছেন, আজকের জ্ঞানভিত্তিক অর্থনীতিতে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার।
তিনি বলেন, “উদ্ভাবন, ডিজাইন ও ট্রেডমার্কের মতো সৃষ্টিসমূহ মেধাস্বত্বের অন্তর্ভুক্ত, যা চিকিৎসা, কৃষি উদ্ভাবন, শিক্ষাবিষয়ক সরঞ্জাম ও ডিজিটাল প্রযুক্তির মতো ক্ষেত্রের একাডেমিক গবেষণার জন্য অপরিহার্য।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিল্ডিং-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম সেমিনারে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবন ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মেধাস্বত্ব বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উপাচার্য বলেন, মেধাস্বত্ব তত্ত্ব এবং বাস্তবতার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে।
তিনি আরও বলেন, নিজস্ব মেধাস্বত্ব সংরক্ষণের পাশাপাশি আমাদের এমন একটি বিশ্ব গড়ে তোলার জন্য কাজ করতে হবে যেখানে সৃষ্টিশীলতা দায়িত্বশীল, ন্যায়সংগত ও টেকসইভাবে বিকশিত হবে।
তিনি উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, তরুণ, নারী উদ্ভাবক এবং প্রান্তিক জনগোষ্ঠীর সৃষ্টির ন্যায্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।
অধ্যাপক মো. শওকত আলী সতর্ক করে বলেন, মেধাস্বত্ব কাঠামো কখনোই উদ্ভাবনের পথে প্রতিবন্ধক হওয়া উচিত নয় বরং তা উদ্ভাবনের দ্বার উন্মুক্ত করা উচিত।
এর আগে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।