বাসস
  ২১ এপ্রিল ২০২৫, ১৭:৪১
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৮:২২

চট্টগ্রামে আনোয়ারায় মধ্যরাতে স্বশস্ত্র মহড়া: ছাত্রলীগ নেতা আটক

ছাত্রলীগ নেতা আটক। ছবি : বাসস

চট্টগ্রাম, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের আনোয়ারায় মধ্যরাতে মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।  

আজ সোমবার আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার দিবাগত রাত দুইটার দিকে কর্ণফুলী টানেল সড়ক, কালাবিবি দিঘীর মোড় হয়ে আনোয়ারা সড়কে সশস্ত্র মহড়া ও গুলি বর্ষণ করে একটি চক্র। এঘটনায় তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

এসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্ণফুলী উপজেলা কমিটির সহ সম্পাদক মো. সুজন প্রকাশ বুম সুজনকে অস্ত্রসহ আটক করে জনতা। পরে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় জুলাই-আগস্ট গণহত্যার মামলা রয়েছে। 

পুলিশ জানায়, আটককৃত মো. সুজন স্বীকার করেছেন দু’জন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী তিনটি অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া দেয় টানেল সড়ক হয়ে আনোয়ারা পর্যন্ত। এ সময় তাদের বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মধ্যরাতে সশস্ত্র মহড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনতা অস্ত্রসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।