শিরোনাম
খাগড়াছড়ি, ৯ মার্চ, ২০২৫ (বাসস): জেলা সদরের অপর্ণা চৌধুরী পাড়া এলাকার একটি বাড়ির উঠানে থাকা বালির স্তুপ থেকে থৈঅং প্রু মারমা (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।
নিহত থৈঅং প্রু মার্মা খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ান পাড়ার থঅংগ্য মার্মার ছেলে। এক বছর আগে ওই বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, পুলিশ বাড়ির উঠানের বালুর স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান আছে।