বাসস
  ১৭ জুলাই ২০২৫, ১৬:০৭

পুরোনো অপ্রাসঙ্গিক ভিডিওকে গোপালগঞ্জে হত্যা বলে অপপ্রচার হচ্ছে: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১৭ জুলাই ২০২৫(বাসস): জ্ঞানহীন অবস্থায় এক যুবককে দু’জন পুলিশ সদস্য ধরাধরি করে পুলিশ ভ্যানে তুলছেন- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জের ঘটনা এবং পুলিশ এই যুবককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। তবে অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটি ২০২৫ সালের ৪ জুন থেকে অনলাইনে রয়েছে।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ-এর এক অনুসন্ধানে এ অপপ্রচার শনাক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সেন্টার ফর ক্রিটিক্যাল এন্ড কোয়ালিটেটিভ স্টাডিজ থেকে পরিচালিত হচ্ছে।

ফ্যাক্টওয়াচ জানায়, ৬ সেকেন্ডের এই ভিডিওটি গত ৪ জুন ফেসবুকের একাধিক প্রোফাইল থেকে ছড়াতে দেখা যায়। এসব পোস্টে দাবি করা হয়, ব্রাহ্মনবাড়িয়ার ভাদুঘর গরুর হাট থেকে উক্ত ব্যক্তিকে ছিনতাইকারী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তাকে গণপিটুনি দেওয়ার পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ফেসবুকে গতকাল ছড়িয়ে পড়া ভিডিও এবং ৪ জুনের ভিডিওর বিষয়বস্তু হুবহু এক। এখানে পুলিশ ভ্যান, পাশে থাকা সিএনজি, ৩ জন পুলিশ সদস্য এবং আটককৃত ব্যক্তির পোশাক হুবহু মিলে যাচ্ছে। ফলে এই ভিডিওটি যে পুরোনো, সেটি নিঃসন্দেহে বলা যায়।

উল্লেখ্য, ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে এবং সমাবেশের পরে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে আলোচ্য ভিডিওর এই ব্যক্তি তাদের কেউ নন। সঙ্গত কারণে, ফেসবুকে সাম্প্রতিক সময়ে ভুল দাবিতে ছড়িয়ে পড়া এই ভিডিওকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, অপপ্রচার ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।