শিরোনাম
খুলনা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনা শহর ইউনিট জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান।
এ সময়, প্রাক্তন এই সংসদ সদস্য বলেন, রমজান হলো তাকওয়া অর্জন এবং আত্মাকে পবিত্র করার মাস। তবে, এই মাসে অনেক ব্যবসায়ীই পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষকে প্রতারণা করে, যা একজন প্রকৃত মুমিনের জন্য ভালো আচরণ হতে পারে না।
বক্তব্যে তিনি রমজান মাসে ইবাদত ও দান-খয়রাতের ওপর আরও মনোযোগ দেওয়ার, অশালীন ও প্রতারণামূলক আচরণ এড়িয়ে চলা এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।
পরওয়ার আরও বলেন, বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের ত্যাগ সর্বশক্তিমান আল্লাহ কবুল করুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং নির্বাহী সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ।