শিরোনাম
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বলে জানান আইএসপিআর।
এ সময় সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং-এ দক্ষতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে বলেন, ফায়ারিং একজন সেনাসদস্যের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর সেনাবাহিনীর এই ফায়ারিং প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মত প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন, লজিস্টিকস্ এরিয়া, ৫টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় সৈনিক মো. রাজু সরদার, ১১ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ ফায়ারার, সৈনিক (ওসিইউ) মো. জুবায়ের আলী, ৬ স্বতন্ত্র এডিএ বিগ্রেড দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং লেফটেন্যান্ট সামিয়া রহমান, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতা ২০২৪ এর মাইনর ইউনিট সমূহের মধ্যে চ্যাম্পিয়ন এডহক ৪৭ মর্টার রেজিমেন্ট আর্টিলারি, রানার-আপ সদর দপ্তর ১০৫ পদাতিক ব্রিগেড এবং মেজর ইউনিট সমূহের মধ্যে চ্যাম্পিয়ন ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, রানার-আপ ২৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ব্যক্তিগতভাবে ছয়জন শ্রেষ্ঠ ফায়ারার’কে পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়াসহ বিভিন্ন ফরমেশন ও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সাভার সেনানিবাসের সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।