শিরোনাম
ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহের সাথে পেট্রোবাংলার ‘মাস্টার সেল অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট’ (এমএসপিএ) স্বাক্ষরের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ এর আওতায় এই এলএনজি ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হবে।
সচিবালয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বছরের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র সপ্তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
এছাড়া, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সভায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (পিপিএ ২০০৬) এর অধিকতর সংশোধনের প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন করা হয়।
সভায় সংশ্লিষ্ট উপদেষ্টা এবং সচিবগণ উপস্থিত ছিলেন।