BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০১ জুন ২০২৩, ২১:৩৪

শিল্প মন্ত্রণালয়ের জন্য প্রায় ৩ হাজার ২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ঢাকা, ১ জুন, ২০২৩ (বাসস): শিল্প খাতের উন্নয়নে আগামী ২০২৩-’২৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের জন্য ৩ হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 
২০২২-’২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমান ছিল ১ হাজার ৫শ’ ২১ কোটি ১৫ লাখ টাকা। সম্পূরক বাজেটসহ সংশোধিত বাজেটে শিল্পখাতে বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২শ’ ২২ কোটি ৪৭ লাখ ৪০ হাজারে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৩-’২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপনকালে বলেন, কর্মসংস্থান সৃজন, ও দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে শিল্পখাতের গুরুত্ব অপরিসীম। এছাড়াও, উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে শিল্পখাতের সম্ভাব্য প্রস্তুতি গ্রহণ আবশ্যক। 
অর্থমন্ত্রী দেশে বিনিয়োগ বৃদ্ধি ও যথাযথ প্রতিরক্ষণের মাধ্যমে বিদ্যমান শিল্পের উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। 
তিনি রপ্তানিমুখী শিল্পের বহুমুখী প্রসারের কৌশল হিসেবে শিল্পখাত সংক্রান্ত বিভিন্ন উপখাতের জন্য শুল্ক কর কমানো-বাড়ানোর জন্যও প্রস্তাব করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়