BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০১ জুন ২০২৩, ২১:১৭

২০২৩-২৪ অর্থবছরে পানি সম্পদ মন্ত্রণালয়ে ১০ হাজার ২৪৪ কোটি টাকা বাজেট বরাদ্দ

ঢাকা, ১ জুন, ২০২৩ (বাসস) : ২০২৩-২৪ অর্থবছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন খাতে ১০ হাজার ২৪৪ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এ মন্ত্রণালয়ে ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ ছিল ১০ হাজার ১৯৬ কোটি টাকা যা সংশোধিত আকারে দাঁড়ায় ১৩ হাজার ৫৫৫ কোটি টাকায়।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী জাতীয় সংসদে অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। 
বাজেটে পানি সম্পদ মন্ত্রণালয়ে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৪৯ কোটি এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৭৯৪ কোটি টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ঝুঁকি সম্প্রসারণ প্রকল্প, বন্যা এবং নদী তীর ক্ষয়ের ঝুঁকি ব্যবস্থাপনার বিনিয়োগ কর্মসূচী, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট, সাতক্ষীরা জেলার পোল্ডার নং-১৫ পুনর্বাসন প্রকল্প, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ, লক্ষীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদের পন্ডিতের হাট এলাকা ভাঙ্গন থেকে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ, তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্প, ভোলা জেলার মুজিবনগর ও মনপুরায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ, চলনবিল ও আড়িয়াল বিল এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পানি ও ভূমিসম্পদের সমন্বিত সমীক্ষা প্রকল্প গ্রহণসহ বিভিন্ন খাতের উপর বাজেট বরাদ্দে গুরুত্ব দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়