বাসস
  ০১ জুন ২০২৩, ১৮:৪২

আইন ও বিচার বিভাগে ১৯৪২ কোটি টাকা, সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

ঢাকা, ১ জুন, ২০২৩ (বাসস) : আগামী ২০২৩-২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে।
এছাড়া সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে সুপ্রিমকোর্টের জন্য বরাদ্দ ছিল ২০৯ কোটি টাকা।    
আজ ১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন।
আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১ হাজার ৭৬৬ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১৭৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে মোট ১ হাজার ৭৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়।
এর মধ্যে পরিচালন খাতে ছিল ১ হাজার ৪২১ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৩৩২ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়