বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭

রাজউকের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতানার আয়কর নথি জব্দ

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস)  :রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতানা মেহেরুননেছা খানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি সুলতানা মেহেরুননেছা খানের জ্ঞাত আয় বহির্ভূত ৩১ লাখ ৮৭ হাজার টাকার সম্পদ অর্জন এবং ভোগদখল রেখে সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দেওয়ায় মামলা করেছে দুদক। মামলাটির তদন্ত চলমান রয়েছে। অতি শিগগিরই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং আসামির মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কিনা? তা যাচাই/পরীক্ষা নিরীক্ষা করার জন্য আসামির নামীয় আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।