শিরোনাম

চট্টগ্রাম, ৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারা থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শওকত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। অপরদিকে নগরের আকবরশাহ থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি
নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মো. নুর হাসানকে গ্রেপ্তার করেছে র্যাবের অভিযানিক টিম।
আজ রোববার (৪ জানুয়ারি) র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে র্যাবের অভিযানিক টিম তাদের গ্রেপ্তার করে।
তিনি বলেন, আনোয়ারা থানায় হত্যা মামলার পলাতক প্রধান আসামি শওকত আলী নগরের ইপিজেড এলাকায় অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শওকত আলী (৪২) আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার মৃত জালাল আহমদের ছেলে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শওকত আলীকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
র্যাব কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন জানান, নগরের আকবরশাহ থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মো. নুর হাসানকে(২৮) গ্রেপ্তার করেছে র্যাব। মো. নুর হাসান নগরের খুলশী থানার মাস্টার লেন এলাকার মো. মানিকের ছেলে।
তিনি বলেন, নুর হাসান পাহাড়তলী থানার সাগরিকা বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।