বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯

ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ৩৫০-৪০০ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত ডেইলি স্টারের কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৩৫০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পত্রিকাটি।

ডেইলি স্টারের অপারেশনস প্রধান মিজানুর রহমানের করা মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী উসকানিমূলক স্লোগান দিতে দিতে ভবনে প্রবেশ করে।

হামলাকারীরা ডেইলি স্টারের কর্মীদের ওপর শারীরিকভাবে আক্রমণ চালিয়ে নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম লুট করাসহ ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেয় এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট করে।

এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুট করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

হামলার সময় ৩০ জন কর্মীকে উদ্ধার করা হয়। ঘটনার কারণে পরদিন ডেইলি স্টারের মুদ্রিত সংস্করণ প্রকাশ বন্ধ রাখতে হয় । পাশাপাশি প্রায় ১৭ ঘণ্টা অনলাইন কার্যক্রম স্থগিত থাকে।

এদিকে, একই রাতে প্রথম আলোর কারওয়ান বাজার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে।

গত সোমবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে তেজগাঁও থানায় দায়ের করা এ মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশের আওতায় নথিভুক্ত করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে প্রথম আলোর কার্যালয়ে হামলাকারীরা জোরপূর্বক প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়, মূল্যবান সামগ্রী লুট করে এবং পরবর্তীতে ভবনের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয়।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, পত্রিকা প্রকাশনা বন্ধ করা, অফিস কার্যক্রম অচল করা এবং ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়। 

মামলায় প্রমাণ নষ্টের চেষ্টা, নাশকতামূলক কর্মকাণ্ড এবং অনলাইনের মাধ্যমে হামলার নির্দেশনার ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।

প্রথম আলো দাবি করেছে, লুট হওয়া সম্পদের মূল্য প্রায় আড়াই কোটি টাকা। অন্যেিক ভাঙচুর ও অগ্নিসংযোগে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩২ কোটি টাকা।

এদিকে, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত প্রথম আলো, ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত ৩১ জনের মধ্যে ২৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।