বাসস
  ১০ নভেম্বর ২০২৫, ১৮:২৫

নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন চট্টগ্রাম আদালত

ফাইল ছবি

চট্টগ্রাম, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম আদালতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে প্রতিদিন বাড়ছে মামলার সংখ্যা। জট কমাতে ৭টি ট্রাইব্যুনালে চলছে মামলার কার্যক্রম। 

এছাড়া নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ মোট মামলার সংখ্যা ২ হাজার ৫৩টি। এর মধ্যে শিশু নির্যাতন মামলা ৪২০টি ও নারী নির্যাতন মামলার সংখ্যা ১ হাজার ৫১৭টি। গত অক্টোবরে নিষ্পত্তি হয়েছে ৪৮টির।

গতকাল রোববার আদালতে ফৌজদারি মামলার মাসিক কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আ ন ম কামরুল হাসনাত চৌধুরী জানান, অতীতের তুলনায় বর্তমান মামলাগুলোর অগ্রগতি দৃশ্যমান। দেড় যুগ ধরে বাংলাদেশের রাজনীতির সঙ্গে কথিত কিশোর গ্যাং গড়ে ওঠায় শিশু অপরাধীর বিরুদ্ধে মামলার সংখ্যা আনুপাতিক হারে বাড়ছে। আবার শিশুদের উপর নির্যাতনের মামলার সংখ্যাও বাড়ছে। 

এই সব স্পর্শকাতর মামলার সাক্ষ্য ও যুক্তি তর্কসহ মেরিট নির্ধারণ করে আদালত বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।