শিরোনাম

চট্টগ্রাম, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানা এলাকায় পানি ও বিদ্যুৎ বিল নিয়ে বাকবিতণ্ডায় বাড়িওয়ালার হামলায় ভাড়াটিয়া ফুল মিয়া হত্যা মামলার আরও ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়ার মুজিবুল হক মোল্লার ছেলে মো. আলম (২৫) ও একই এলাকার মো. আব্দুল মাবুদের মেয়ে সাখারা (৩২)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় ফুল মিয়া হত্যা মামলার ২নং আসামি মো. আলমের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই রাতে মৌলভী পুকুর পাড় রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকা থেকে মামলার ৬ নং আসামি সাখারাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিহত ফুল মিয়া (৩৫) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার বাসিন্দা ও পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি পরিবারসহ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত ২৮ সেপ্টেম্বর বিকেলে বাসার মালিক মোবারক হোসেনের সঙ্গে পানি ও বিদ্যুৎ বিল নিয়ে ফুল মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোবারক হোসেন ও তার সহযোগীরা ফুল মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেদম প্রহার করে। গুরুতর আহত ফুল মিয়া অজ্ঞান হয়ে পড়লে আসামিরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।