বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬

সাবেক অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক অতিরিক্ত সচিব ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে প্রায় ১২ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে ভুয়া তথ্য প্রদানের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম আজ এ তথ্য জানিয়ে বলেন দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি ড. আবুল কালাম আজাদ ২০২২ সালের ৩ অক্টোবর দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নামে অর্জিত ১৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। 

এছাড়া সরকারি চাকরিরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে তিনি ১২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রেখেছেন।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, তিনি সম্পদ বিবরণীতে ২ কোটি ৬ লাখ টাকার সম্পদের তথ্য প্রদর্শন করলেও বাস্তবে তার নামে স্থাবর ও অস্থাবর মিলে প্রায় ১৮ কোটি ৪ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। এ ছাড়া করপত্র ও পারিবারিক ব্যয়সহ তার মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৫৩ লাখ টাকা, যা তার বৈধ আয় ৬ কোটি ১৯ লাখ টাকার তুলনায় বিপুল ব্যবধান সৃষ্টি করেছে।

এজাহারে বলা হয়েছে, ড. আবুল কালাম আজাদ সচেতনভাবে অবৈধ সম্পদ গোপন করেছেন এবং মিথ্যা ও ভুয়া তথ্য প্রদান করেছেন। এ অপরাধ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।