শিরোনাম
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র আওতাধীন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৫২৯ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
২০০৯ সাল থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জেলা পর্যায়ে অসচ্ছল জনগণকে আইনি সেবা প্রদানের মধ্য দিয়ে লিগ্যাল এইড-এর কার্যক্রম শুরু হয় ।
পরবর্তী সময়ে তা বিস্তৃত হয় সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল ও দেশের কারাগারগুলোতে।
২০১৫ সালে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম শুরু হয়।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে জুলাই ২০২৫ পর্যন্ত মোট ২৯ হাজার ৫২৯ জন বিচারপ্রার্থী আইনি সহায়তা পেয়েছেন।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এ ৩ হাজার ২৯৪টি মামলায় সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ২ হাজার ২৯০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত সরকারি খরচায় আইনি সহায়তা পেয়েছেন মোট ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জন। এর মধ্যে কারাবন্দি রয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩৩ জন।
এই সেবাগুলো দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল-ফ্রি নম্বর ‘১৬৪৩০’) থেকে দেওয়া হয়েছে।
দেশের আর্থিকভাবে অস্বচ্ছল ও আইনগত সহায়তা পেতে অসমর্থ জনগণের জন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ অনুযায়ী এই সেবা চালু রয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে থাকে।