শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ৩১ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ গৃহবধু শানু বেগম (৫০) হত্যা মামলায় দেলোয়ার হোসেন (৩৬) নামের একব্যক্তিজেক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় প্রদান করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন কুমিল্লা সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মাসুদ সালাউদ্দিন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ নভেম্বর ভোরে হাতিগাড়া গ্রামের নিজ বাড়ির রান্নাঘরে তেলের পিঠা বানাচ্ছিলেন শানু বেগম। এসময় জমির সীমানা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী দেলোয়ার হোসেন সেখানে ঢুকে ধারালো দা দিয়ে কুপিয়ে শানু বেগমকে আহত করেন। গুরুতর অবস্থায় শানু বেগমকে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, এ হত্যাকান্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শী রেহেনা ও জুবায়েরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আসামি দেলোয়ারকে আটক করে বেঁধে রাখে এবং পরে পুলিশে সোপর্দ করে। ওইদিনই নিহত শানু বেগমের স্বামী ফরিদ মিয়া কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ ২০২০ সালের ১৯ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।