শিরোনাম
চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া গোপন বার্তা ফাঁসের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল অমি দাসকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
এর আগে রোববার (১৭ আগস্ট) রাতে খুলশী থানা এলাকা থেকে অমি দাসকে গ্রেফতার করে পুলিশ। পরে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়।
অমি দাস সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি খুলশী থানায় প্রেষণে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, বাবার নাম রাজিব দাস।
পুলিশ জানায়, ১২ আগস্ট রাতে কমিশনার মাঠে দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশে ওয়াকিটকিতে নির্দেশ দেন। সেখানে তিনি লাইভ অ্যামুনিশন ব্যবহারের পাশাপাশি অস্ত্র বা ধারালো কিছু দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেন।
এর আগেরদিন গত ১১ আগস্ট রাতে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রির হাট খালপাড় এলাকায় মিছিল করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীদের হামলায় পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন। পরদিন রাতে ওয়াকিটকিতে সিএমপির সব সদস্যের উদ্দেশে মৌখিক ওয়াকিটকিতে মৌখিক নির্দেশনা দেন। সেই বার্তার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্তে উঠে আসে, এ ঘটনার সঙ্গে কনস্টেবল অমি দাস জড়িত।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করে গোপন বার্তা বাইরে ছড়িয়ে দেওয়াটা গুরুতর অপরাধ। তদন্তের পর তাকে গ্রেফতার করা হয়েছে।