বাসস
  ২১ জুলাই ২০২৫, ১৭:০৭

চিফ প্রসিকিউটর কার্যালয়ে ১৪টি গুমের অভিযোগ করেছে ভয়েড

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : বরিশালের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনসহ পুলিশের সাবেক পাঁচ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ১৪টি গুমের অভিযোগ দিয়েছে গুমের শিকার ব্যক্তিদের সংগঠন ভয়েস অফ এনফোর্সড ডিসঅ্যাপেয়ার্ড পারসনস (ভয়েড)।

এসব অভিযোগের ১৩টি-ই সাবেক পুলিশ কর্মকর্তা আলেপের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আজ এসব অভিযোগ দেওয়া হয়। গুমের শিকার কয়েকজনকে সঙ্গে নিয়ে সংগঠনটির উপদেষ্টা আব্দুল কাইয়ুম মিঠু এসব অভিযোগ জমা দেন।

এ বিষয়ে মিঠু সাংবাদিকদের বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ১০ হাজারেরও বেশি বেশি মানুষ গুম হয়েছে। তার মধ্যে ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৪টি গুমের ঘটনায় অভিযোগ দেওয়া হলো।’

মিঠুর সঙ্গে থাকা গুমের শিকার মাসুদ গাজী সাংবাদিকদের বলেন, ‘২০১৯ সালে ইজতেমা থেকে বাসায় ফেরার পথে বিনা অভিযোগে আমাকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোখ বেঁধে টানা ৪৫ দিন আমাকে নির্যাতন করা হয়।’