বাসস
  ২০ জুলাই ২০২৫, ১৮:৩৮

আপিল বিভাগে দুটি চেম্বার জজ আদালতে শুনানি চলবে

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

ঢাকা, ২০ জুলাই ২০২৫ (বাসস) : আজ ২০ জুলাই হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি চেম্বার জজ আদালতে শুনানি গ্রহণ করা হবে।

আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মুহা. হাসানুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে চেম্বার জজ-১ হিসেবে এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে চেম্বার জজ-২ হিসেবে মনোনীত করেছেন।

চেম্বার জজ-১ আদালত দেওয়ানী ও ফৌজদারি প্রকৃতির মামলা থেকে উদ্ভূত মামলা সমূহ এবং চেম্বার জজ-২ আদালত হাইকোর্ট বিভাগের রিট অধিক্ষেত্র ও আদিম অধিক্ষেত্রাধীন বিষয় থেকে উদ্ভূত মামলা সমূহ শুনানীর জন্য গ্রহণ করবেন।

উল্লেখ্য, এতদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার জজ আদালতের কার্যক্রম পরিচালিত হতো।