শিরোনাম
ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস): নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকরা আজ যোগদান করবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় চিফ প্রসিকিউটর বলেন,‘দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হয়েছে। তারা (বিচারকেরা) আজ যোগদান করবেন। আমাদের এখানে (১ম ট্র্যাইব্যুনালে) যে সমস্ত মামলা বিদ্যমান রয়েছে সেগুলোর মধ্য থেকে কিছু মামলা দ্বিতীয় ট্রাইব্যুনালে নিয়ে আসতে চাই প্রজ্ঞাপনের মাধ্যমে মামলা স্থানান্তর করা যাবে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আর দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে, নতুন যে সমস্ত আবেদন সেগুলো চিফ প্রসিকিউটরের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ট্রাইব্যুনালে অথবা প্রথম ট্রাইব্যুনালে দেওয়া যাবে। কোন মামলাটি কোন ট্রাইব্যুনালে যাবে এটা মূলত প্রসিকিউশন সিদ্ধান্ত নেয়।’
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। এই ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার নিষ্পত্তির প্রয়োজন, কাজের চাপ ইত্যাদি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়েছে।
ট্রাইব্যুনাল-২ গঠন নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এছাড়া প্রজ্ঞাপনে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার (চেয়ারম্যান), বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হিসেবে ঘোষণা করা হয়।