শিরোনাম

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিস্তব্ধ শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের জন্য দোয়া-দরুদ ও নামাজে একান্ত সময় কাটছে তার।
মাকে হারিয়ে তারেক রহমানের জীবনে নেমেছে এক প্রগাঢ় শূন্যতা। যিনি ছিলেন তার জীবনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে নির্ভরতার নাম, সেই মা আর নেই। দূরদেশে থেকেও যাঁর দোয়া, সাহস আর নির্দেশনা ছিল তারেক রহমানের পথচলার অন্যতম প্রেরণা, সেই আশ্রয়টুকু চিরতরে হারিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বাসভবন ফিরোজা লাগোয়া ১৯৬ নম্বর বাসায় ছিলেন। ভোরে উঠে পবিত্র কুরআন তিলাওয়াত করেছেন। দোয়া-দরুদ পাঠ করেছেন। ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়ে মোনাজাতে মায়ের জন্য দোয়া করেছেন।
খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন মমতাময়ী মা। রাজনীতির কঠিন বাস্তবতা, কারাবাস, অসুস্থতা সবকিছুর মধ্যেও সন্তানের জন্য তাঁর উদ্বেগ কখনো কমেনি। ছেলের সাফল্যে যেমন তিনি নীরবে গর্ব অনুভব করতেন, তেমনি বিপদের সময় শক্ত করে ধরে রাখতেন সাহসের হাত। এখন সেই হাতটি আর নেই। এই বোধটাই তারেক রহমানের হৃদয়ে সবচেয়ে ভারী হয়ে উঠেছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকাল রাতে এবং আজকে বিকেল পর্যন্ত বাসায় ম্যাডামের আত্মার মাগফিরাত কামনায় ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন। দোয়া-দরুদ, কুরআন তিলাওয়াত করেছেন।’
তিনি আরো বলেন, ‘আত্বীয়-স্বজনদের অনেকে বাসায় এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সান্ত্বনা জানাতে। সেই সময়ে পারিবারিক পরিমণ্ডলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে ম্যাডামের স্মতিময় ঘটনার কথা বলেছেন, আবেগ তাড়িত হয়েছেন, শোকাচ্ছন্ন হয়েছেন। সেই সময় স্বজনরাও তাকে সান্ত্বনা দিয়েছেন। বিকেল সাড়ে ৪টার দিকে বাসা থেকে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন তিনি। এখন তিনি অফিস করছেন নিজের চেম্বারে।’
গতকাল বুধবার সকালে বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় আনা হয়। তখনো মায়ের কফিনের পাশে বসে কুরআন তিলাওয়াত করতে দেখা গেছে ছেলে তারেক রহমানকে।
এরপর খালেদা জিয়ার জানাজা এবং দাফনের পুরো সময়টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন অত্যন্ত সংযত ও বিমর্ষ, মায়ের শূন্যতায় গভীর শোকে পাথর। বিকেলে মায়ের দাফন শেষ করে বিষণ্ন মুখে বাসায় ফিরেছেন তারেক রহমান।