শিরোনাম

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।
বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে খালেদা জিয়াকে গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের এক আপোসহীন নেত্রী বলে উল্লেখ করা হয়। আরও বলা হয়, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সন্তানের মত আগলে রেখে দেশপ্রেমের শিক্ষা দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে তাঁর নাম গভীরভাবে জড়িয়ে আছে।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, নব্বই থেকে চব্বিশ-প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়া এক কিংবদন্তির নাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি ধূলিকণায় এবং শিক্ষার্থীদের স্লোগানে তাঁর নাম যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নারী শিক্ষা ও দেশের উন্নয়নে যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছিলেন। বিগত সরকারের আমলে মিথ্যা মামলায় জেল-জুলুম ও নির্যাতন সহ্য করলেও কখনও অন্যায়ের সঙ্গে আপোস করেননি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সবার অনুপ্রেরণা।