বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৬

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। ছবি: পাকিস্তান হাইকমিশন, বাংলাদেশ

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। 

আজ বুধবার সকালে পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে তিনি ঢাকায় পা রাখেন।

ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান বাসসকে জানান, আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ জানান, স্পিকারকে বহনকারী ফ্লাইটটি আজ বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে।

রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে আজ দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজায় অংশ নিতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদেশি প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।