বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১২
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৯

বেগম জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক।

পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে তিনি এই জানাজায় অংশ নেবেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার তার ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। 

সেখানে তিনি জানান, বাংলাদেশের প্রয়াত এই নেত্রীর রাষ্ট্রীয় মর্যাদার জানাজায় সরদার আয়াজ সাদিক পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।

আজ দুপুরে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠেয় এই জানাজায় দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।