শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মালয়েশিয়া।
মালয়েশিয়া সরকার আজ মঙ্গলবার এক শোকবার্তায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
শোকবার্তায় বলা হয়, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে মালয়েশিয়া সরকার ও জনগণ গভীর শোক প্রকাশ করছে।’
বেগম জিয়াকে জাতীয় রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে শোকবার্তায় বলা হয়, তাঁর নেতৃত্ব আধুনিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তিনি এক স্থায়ী রাজনৈতিক ধারা রেখে গেছেন।
মালয়েশিয়া সরকার বাংলাদেশের জনগণ এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে।
শোকবার্তায় আশা প্রকাশ করা হয়, তাঁর রেখে যাওয়া আদর্শ ও ধারা অব্যাহত থাকবে।