শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। নেপাল ও বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার নেতৃত্ব ও ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন নেপালের প্রধানমন্ত্রী।
এক শোকবার্তায় তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত।’
তিনি আরও বলেন, ‘নেপালের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি তাঁর পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
তাঁর অবদান স্মরণ করে নেপালের প্রধানমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া আজীবন জনসেবার এক উত্তরাধিকার রেখে গেছেন, তাঁর অটল নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’
দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘নেপালের একজন সত্যিকারের বন্ধু হিসেবে তিনি নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এই অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।’