শিরোনাম

রংপুর, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর রংপুর জেলা এবং মহানগর শাখা আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় জিএসএ রংপুর জেলার আহ্বায়ক তৌহিদুর রহমান, সদস্য-সচিব মুফাখখারুল ইসলাম মুন এবং মহানগর আহ্বায়ক আব্দুল জব্বার সরকার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার এবং অগণিত সমর্থকের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তারা বলেছেন, সারা দেশের মতো বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারাও শোক প্রকাশ করছেন। খালেদা জিয়া এখন বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনায় এক অনন্য উদাহরণ হয়ে থাকবেন।
শোকবার্তায় বলা হয়, তিনি এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে অটল সাহসের প্রতীক হয়ে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি জনগণের মধ্যে একজন আপসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এতে আরো বলা হয়, পরবর্তীতে তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে দেশে উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছেন। তাঁর মৃত্যু বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে গভীর শূন্যতা তৈরি করবে।
‘রাজনৈতিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর দৃঢ় ভূমিকা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি’, শোকবার্তায় জিএসএ নেতারা বলেন।
‘১/১১ সরকারের সময় তাঁর অটল ভূমিকা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তিনি জনগণের সাহসেরও উৎস ছিলেন।’
‘এই কারণেই তাঁকে বারবার ফ্যাসিবাদী সরকারের ক্ষোভের শিকার হতে হয়েছে এবং ব্যক্তিগতভাবে, একজন নারী হিসেবে, তাঁকে কুৎসিত আক্রমণের শিকার হতে হয়েছে। কিন্তু তিনি স্বাভাবিক উদারতা এবং আত্মসম্মানের সাথে সেসবের মুখোমুখি হয়েছেন।’
‘বেগম খালেদা জিয়া তাদের ব্যক্তিগতভাবে নেননি। বরং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি সর্বদা বাংলাদেশের জনগণের মর্যাদা রক্ষা করার চেষ্টা করেছেন, যারা তাঁর নেতৃত্বে আস্থা রেখেছিলেন’, জিএসএ নেতারা বলেন।
‘শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন বর্জন এবং গণঅভ্যুত্থানের পথ প্রশস্ত করার তাঁর সিদ্ধান্ত ছিল অন্যতম নির্ধারক কারণ। গণঅভ্যুত্থানের পর তিনি এই দেশের রাজনৈতিক অভিভাবক হয়ে ওঠেন।’
‘তাঁর মৃত্যু আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, দল এবং জনগণের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা জানাই’, শোকবার্তায় বলেন তারা।