বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৫

বেগম খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে জিয়া উদ্যানে স্বরাষ্ট্র উপদেষ্টা 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: বাসস

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া । 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে তার কবরের স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় তিনি খালেদা জিয়ার কবর খনন কার্যক্রম ও সার্বিক প্রস্তুতির খোঁজ-খবর নেন।

তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে..রাজিউন)।