বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১

খালেদা জিয়ার মৃত্যুতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া । ফাইল ছবি

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫(বাসস) : বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লন্ডনে বাংলাদেশের হাইকমিশন।

আজ লন্ডনে বাংলাদেশের হাইকমিশন ফেসবুকে দেওয়া এক শোক বার্তায় জানায়, খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক এবং জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার সংগ্রামে কয়েক দশক জীবন উৎসর্গ করেছেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এই অপূরণীয় ক্ষতির সময়ে বেগম খালেদা জিয়ার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু এবং তাঁর লাখ লাখ সমর্থকের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।