বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:২৪

খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জে শোকের ছায়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া । ফাইল ছবি

সিরাজগঞ্জ, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিরাজগঞ্জে। আপোষহীন  দেশনেত্রীর ইন্তেকালে জেলার রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোক ও বেদনা বিরাজ করছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারালো।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি দলীয় কার্যালয় ও নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজন এবং শোকসভা করার প্রস্তুতি নিচ্ছেন তারা। সাধারণ মানুষও দেশনেত্রীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছেন।

উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।