বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:২২

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানী ও দোয়া অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত  কামনায় আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়, কেবল কেন্দ্রীয়ভাবে নয়, আজ সারাদেশে দলীয় নেতা-কর্মীরা বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পক্ষ থেকে এই দেশপ্রেমিক নেত্রীর আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।