শিরোনাম

নাটোর, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোকের কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি। এই কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানী, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং শোক বই খোলা।
আজ মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, উত্তোলন করা হয় কালো পতাকা। সর্ব সাধারণের স্বাক্ষরের জন্য দলীয় কার্যালয়ে শোক বই রাখা হয়েছে। সকাল থেকেই দলীয় কার্যালয়ে কোরআনখানী শুরু করা হয়েছে।
সকালে কালো ব্যাজ ধারণকালে নাটোর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সারা দেশ ও দেশের মানুষের ঐক্যের প্রতীক, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, দেশপ্রেমের উজ্জ্বল নক্ষত্র। একশ বছরেও তাঁর এ শূণ্যতা পূরণ হবে না।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ জানান, জেলা বিএনপিসহ উপজেলা থেকে তৃণমূল পর্যন্ত সাত দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।