শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট।
আজ মঙ্গলবার পৃথক বার্তায় তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর আজীবন সেবা এক দীর্ঘস্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘বেগম জিয়া পাকিস্তানের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। শোকের এই মুহূর্তে আমার সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের মানুষের পাশে আছে।
আমাদের চিন্তা ও প্রার্থনা তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। আল্লাহ তায়ালা তার বিদেহী আত্মাকে শান্তি দান করুন। আমিন!’
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এই প্রবীণ নেত্রীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় প্রেসিডেন্ট জারদারি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। তাঁর নেতৃত্ব ও সেবা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন।’