বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া

ছবি: বাসস

বরিশাল, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মত বরিশালেও শোকের ছায়া নেমে এসেছে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে।

আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এই আপসহীন নেত্রী।

খবর পেয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় কান্নায় ভেঙ্গে পরেন তারা।

মহান এ নেত্রীর ইন্তেকালে বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম, কালো পতাকা উত্তোলোন, কালোব্যাচ ধারন করে নেতাকর্মীরা।

আবেগ আপ্লুত নেতাকর্মীরা দলের চেয়ারপার্সনের মৃত্যুকে কোনো ভাবেই মেনে নিতে পারছে না। তারা বলেন, সারাদেশ আজ বড় অভিভাবককে হারালো। এই অভাব পূরণ হওয়ার না। একজন আপোষহীন নেত্রী এদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল- ৫ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।