শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জার্মানি। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী সরকারপ্রধান এবং বিএনপি’র দীর্ঘকালীন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানায়।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করে দূতাবাস বলেছে, ‘দীর্ঘ
রাজনৈতিক জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
প্রয়াত এই নেত্রীর সঙ্গে জার্মানির উচ্চপর্যায়ের বৈঠকের স্মৃতিচারণ করে বার্তায় বলা হয়, ‘গত কয়েক দশকে বেগম জিয়ার সঙ্গে জার্মানির নানামুখী সম্পৃক্ততার কথা আমরা স্মরণ করছি। এর মধ্যে ২০০৪ সালে ঢাকা সফরকালে জার্মানির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জোশকা ফিশারের সঙ্গে তাঁর বৈঠক এবং ২০১১ সালে রাষ্ট্রীয় সফরকালে জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়টি উল্লেখযোগ্য।’
শোকবার্তায় আরও জানানো হয়, বিগত বছরগুলোতে জার্মানির আরও অনেক ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন।
এতে বলা হয়, ‘এই শোকের মুহূর্তে জার্মানি বাংলাদেশের জাতীয় জীবনে তাঁর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে এবং তাঁর পরিবার, দল ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছে।’
সবশেষে জার্মানি দুই দেশের মধ্যকার অটুট বন্ধুত্বের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করে এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে।