বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২০
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির গভীর শোক

ফাইল ছবি

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ সময় তিনি তাঁর সাথে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ, বাংলাদেশের উন্নয়ন ও ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

নরেন্দ্র মোদি আজ তার ভেরিফাইড ফেসবুক পেইজে ইংরেজি ও বাংলা ভাষায় পোস্ট করা এক শোকবার্তায় এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঢাকায় পরলোকগমনের সংবাদে তিনি গভীরভাবে শোকাহত।

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তাঁর পরিবারকে দান করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করে নরেন্দ্র মোদি বলেন, আমরা আশা করি, তাঁর ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথনির্দেশ করবে।

শোকবার্তায় তিনি তাঁর আত্মার শান্তি কামনা করেন।