শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে তাঁর ভূমিকার কথাও গুরুত্বের সঙ্গে স্মরণ করেছে দেশটি।
আজ এক শোকবার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে।’
তাঁর রাজনৈতিক অবদানের কথা তুলে ধরে দূতাবাস আরও বলেছে, ‘বেগম জিয়া দেশের আধুনিক ইতিহাস গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের উন্নয়নে তাঁর নেতৃত্ব ছিল অগ্রণী।’