বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৭
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯

খালেদা জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : ইউট্যাব

দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বেগম খালেদা জিয়া কোনো ব্যক্তি নন, তিনি ছিলেন বাংলাদেশের মানুষের কাণ্ডারি ও অভিভাবক। তাঁর মৃত্যুতে জাতি হারালো একজন অভিভাবককে। বাংলাদেশের সার্বিক উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইউট্যাব-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং দেশপ্রেমের এক অদম্য প্রতীক। বাংলাদেশ, খালেদা জিয়া ও গণতন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ক্রান্তিকালে এক আলোকবর্তিকা। যিনি তাঁর জীবদ্দশায় কখনো আপস করেননি। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত করেননি। সঙ্কটে-সংগ্রামে তিনি ছিলেন অবিচল। তার সাহস ও আপসহীন মনোভাব ছিল দেশপ্রেমে বলীয়ান। খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনে বহু চড়াই উৎরাই পেরিয়ে জনগণের ভালোবাসা এবং অকুন্ঠ সমর্থনে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনবার।

ইউট্যাবের নেতৃদ্বয় শোকবার্তায়- বেগম খালেদা জিয়ার বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গে বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতিসহ গ্রামীণ অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলেই। বিশেষ নারী শিক্ষার প্রসার এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশ ও জাতির কল্যাণে খালেদা জিয়ার অবদানের কথা স্বল্পকথায় বলা প্রায় অসম্ভব। এমন একজন মহিয়সী ও আপসহীন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক এবং অভিভাবককে হারাল, যা অপূরণীয়। বিশেষ করে চব্বিশোত্তর নতুন বাংলাদেশে খালেদা জিয়ার চলে যাওয়া জাতির কাছে খুবই বেদনার। আজকে বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত অব্যাহত রয়েছে তা রুখে দিতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো দৃঢ় ও স্বাধীনচেতা নেতৃত্ব অপরিহার্য।

তারা আরো বলেন, ইউট্যাব-এর পক্ষ থেকে আমরা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করছি যেন সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল  ফেরদাউস নসিব করেন। একইসঙ্গে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং লক্ষ-কোটি রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন।