শিরোনাম
চাঁদপুর, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): চব্বিশের ৩০ জুলাই চাঁদপুর শহর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয়। এদিন জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি পালিত হয়নি।
এর আগে এসব স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করে এবং পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আগের দিন ২৯ জুলাই রাতে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তৎকালীন সরকারের নির্দেশে কারফিউর শিডিউল নির্ধারণ করে দেয়।
চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় পুলিশের দায়ের করা ৭টি মামলায় এদিন ৬জনকে গ্রেপ্তার করে।
ছাত্র-আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা থাকলেও এদিন চাঁদপুরে কোনো কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।