বাসস
  ২৭ নভেম্বর ২০২২, ১৪:৪৭

ইউক্রেনীয়দের নব্য নাৎসি শাসকদের কবল থেকে মুক্ত করা হবে : লাভরভ

মস্কো, ২৭ নভেম্বর, ২০২২ (বাসস ডেস্ক): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সের্গেই শনিবার প্রচারিত এক তথ্যচিত্রে বলেছেন, ইউক্রেনীয়রা তাদের স্লাভিক ভাইদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করে এবং তাদেরকে নব্য নাৎসি শাসকদের কবল থেকে মুক্ত করা হবে। খবর তাসের।
রোশিয়া-২৪ টেলিভিশন চ্যনেলে প্রচার করা ওই তথ্যচিত্রে তিনি বলেন, ‘ইউক্রেনের জনগোষ্ঠীকে নব্য নাৎসি শাসকদের হাত থেকে মুক্ত করা হবে। তারা জীবনযাপনের ক্ষেত্রে তাদের স্লাভিক ভাইদের সাথে ভাল প্রতিবেশিসুলভ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমৃদ্ধি প্রত্যাশা করে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দনবাস প্রজাতন্ত্রের প্রধানদের সহায়তার এক অনুরোধের জবাবে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন।
রাশিয়ার এমন ঘোষণার পরপরই পশ্চিমারা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ এবং কিয়েভে অস্ত্র সরবরাহ জোরদার করে। তারা ইতোমধ্যে কয়েক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ইউক্রেনকে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়